আবারো ব্যাট হাতে জ্বলে উঠলো দক্ষিণ আফ্রিকার দুই উদ্বোধনী ব্যাটসম্যান

একই ভুলের বৃত্তে ঘুরপাক খাচ্ছে মুশফিকুর রহিম ও বাংলাদেশ। আবারো ব্যাট হাতে জ্বলে উঠলো দক্ষিণ আফ্রিকার দুই উদ্বোধনী ব্যাটসম্যান।
দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩ উইকেটে ৪২৮ রান।
আবারো টস জিতলেন মুশফিকুর রহিম। কিন্তু প্রথম টেস্টের ভুল থেকে শিক্ষা না নিয়ে এবারো প্রতিপক্ষকে জানালেন ব্যাটিংয়ের আমন্ত্রণ। মুশফিকের সিদ্ধান্তে অবাক প্রতিপক্ষ অধিনায়কও। ফাফ দু প্লেসি জানালেন টস জিতলে তিনি ব্যাটিংই নিতেন। উইকেট কতটা ব্যাটিং সহায়ক সেটা ভালো মতোই বোঝালেন দুই প্রোটিয়া ওপেনার ডিন এলগার ও মার্করাম। প্রথম সেশনেই উঠলো ১২৬। ইনিংসের প্রথম ছয় ওভারেই চারজন বোলার পরিবর্তন করে মুশফিকও প্রমাণ করেছেন উইকেটের চরিত্র বুঝতে ভুল হয়েছে তার। প্রথম টেস্টে মার্করাম তিন রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন। আর এক রানের জন্য ডাবল সেঞ্চুরি হয়নি এলগারের। এই টেস্টের প্রথম দিনেই সেঞ্চুরি পুরো করেছেন দুই ওপেনার। ২৪৩ রানে ভাঙে এই জুটি। ১১৩ রানে সাঁজঘরে ফেরেন এলগার। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে প্রথম সেঞ্চুরি তুলে মার্করাম আউট ১৪৩ রানে। দক্ষিণ আফ্রকার একমাত্র ব্যার্থ ব্যাটসম্যান বাভুমা। দিনের বাকি সময়টা ভালো মতোই পার করে দিয়েছেন অধিনায়ক ফাফ দু প্লেসি ও হাশিম আমলা। 

No comments

Do not enter any spam link in the comment box

Powered by Blogger.