কুমিল্লার বিপক্ষে আজ মাঠে নামছেন গেইল-ম্যাককুলাম! Bd Cricket Society
গেইল-ম্যাককুলাম দুজনই বিশ্বে তাদের নাম সবার সামনে তুলে ধরেছেন তাদের হার্ড-হিটিং এবিলিটর মাধ্যমে! দুজনই ওপেনিং ব্যাটসম্যান! এবার রংপুর রাইডার্সের সাথে চুক্তি বদ্ধ হন তারা! তবে এখনো একটি ম্যাচ ও খেলেন নাই! গত চৌদ্দ ও ষোল নভেম্বর বাংলাদেশে আসেন এই দুই দানবীয় ব্যাটসম্যান!বিপিএলে গেইলের পারফরমেন্স অসাধারণ! বিপিএলে প্রায় প্রতি আসরেই থাকে তার সেঞ্চুরি! ম্যাককুলামও বিশ্বর সকল লিগে খেলেছেন! কিন্তু বিপিএলে তার প্রথম খেলা হবে আজ!
আজ তাদের দুজনেরই প্রথম ম্যাচ খেলার কথা! যা কুমিল্লার সাথে! কুমিল্লাও শক্তিশালী দল! এবারের আসরে তারা একটি ম্যাচ বাদে বাকি সবগুলো জিতে! কুমিল্লাতেও রয়েছেন বিশ্বমানের প্লেয়ার (রাশিদ খান, ডুয়েন ব্রাভো, জস্ বাটলার, তামিম ইকবাল,মারলন স্যামুয়েলস্, মোহাম্মদ নবী)! কিন্তু হঠাৎই রাশিদ-নাবীর বিপিএল ছাড়তে হচ্ছে! তাদের জিম্বাবুয়ের সাথে সিরিজ রয়েছে! তবে তারা কয়েক দিন পরই আবার ফিরবেন! তবুও কুমিল্লারও রয়েছে অসাধারণ ব্যাটিং লাইন-আপ!
আশা করা যায়, অসাধারণ একটি ম্যাচ হবে ( কুমিল্লা v রংপুর)
By Arnob Samir
আজ তাদের দুজনেরই প্রথম ম্যাচ খেলার কথা! যা কুমিল্লার সাথে! কুমিল্লাও শক্তিশালী দল! এবারের আসরে তারা একটি ম্যাচ বাদে বাকি সবগুলো জিতে! কুমিল্লাতেও রয়েছেন বিশ্বমানের প্লেয়ার (রাশিদ খান, ডুয়েন ব্রাভো, জস্ বাটলার, তামিম ইকবাল,মারলন স্যামুয়েলস্, মোহাম্মদ নবী)! কিন্তু হঠাৎই রাশিদ-নাবীর বিপিএল ছাড়তে হচ্ছে! তাদের জিম্বাবুয়ের সাথে সিরিজ রয়েছে! তবে তারা কয়েক দিন পরই আবার ফিরবেন! তবুও কুমিল্লারও রয়েছে অসাধারণ ব্যাটিং লাইন-আপ!
আশা করা যায়, অসাধারণ একটি ম্যাচ হবে ( কুমিল্লা v রংপুর)
By Arnob Samir

No comments
Do not enter any spam link in the comment box