হার্ড-হিটিং ব্যাটসম্যান হিসেবে "আরিফুল হক" জাতীয় দলে ডিজার্ভ করে? -






চিটাগাংয়ের সাথে খুলনার ম্যাচটা নিশ্চয়ই মনে আছে? শেষ কয়েক ওভারে আরিফুল হক ও ব্র্যাথওয়েটের ধ্বংসাত্বক  ইনিংস টি টাইটান্সদের170 রানে পৌছে দেয়! প্রথম দশ ওভারে যেখানে খুলনার পঞ্চাশ রানও হয়নি সেখানে আরিফুল ও ব্যাথওয়েট শষ কয়েক ওভারে হার্ড হিটিংয়ের মাধ্যমে টিমকে ভালো পজিশনে এনে দেয়! সেখানে #আরিফুল 25 বলে 40 রান করেছিলো! বাংলাদেশী ব্যাটসম্যানদের মধ্যে সাধারনত তেমন হার্ড-হিটিং  এবিলিটি নেই যেখানে তারা এমন ইনিংস খেলতে পারে! আমাদের জাতীয় দলেও তেমন হার্ড-হিটার নেই! সৌম্য-সাব্বিরের নাম হয়তো অনেকেরা বলবেন! বাট তাদের এভারেজ খুবই কম ! সেদিক বিবেচনা করেও হয়তো আরিফকে
ন্যাশনাল টিমের বিবেচনায় রাখা যায়!

#By- Arnob Samir 

No comments

Do not enter any spam link in the comment box

Powered by Blogger.