"গতি নয় রিভার্স-সুইংই রাহির সাফল্যের মূল মন্ত্র!"

অর্নব সামির : বিপিএলে অসাধারণ পারফর্ম করা এই সিলেটি পেসারের সাফল্যের মূল রহস্য ছিলো রিভার্স সুইং ও স্লোয়ার বল!

সাধারনত একজন পেসারের গতি ১৩০-১৪৫+ থাকে। কিন্তু রাহির গতি মাত্র ১২০ থেকে সর্বোচ্চ ১৩০! কম গতির মধ্যেই তিনি বলকে রিভার্স-সুইং করেন।

২০১৪ সালে তিনি এইচ-পি দলে ডাক পান। তখন ওনদের টিমের কোচ ছিলেন ইমরান স্যার! রাহির গতির কথা ইমরান স্যারকে বললে তিনি বলেন, "গতি থেকে রিভার্স সুইংটাই গুরুত্বপূর্ন,তাই তুমি ওটাতেই গুরুত্ব দাও"

ইমরান স্যারের হাত ধরেই রাহির সাফল্যের কাহিনী শুরু হয়! ইতিমধ্যে জাতীয় দলেও ডাক পেয়েছেন রাহি!দেশের ভবিষ্যত গড়বে এই তরুন!

No comments

Do not enter any spam link in the comment box

Powered by Blogger.