সাবেক কোচ হাতুরিসিংহের কৌশলের সামনে আবারো ব্যর্থ বাংলাদেশ!
পরাজয়ের মূল কারন ছিলো বাজে বোলিং
সাবেক কোচ হাতুরিসিংহের কৌশলের সামনে আবারো ব্যর্থ বাংলাদেশ! বোলারদের খরুচে বোলিং পারফরম্যান্স বিশেষ করে রুবেল ও সাইফুদ্দিনের ওভারগুলোই বাংলাদেশকে পরাজয়ের মূখ দেখায়। রুবেল 4 ওভারে 54 রান দিয়ে ম্যাচের সবচেয়ে খরুচে বোলার হন!তার মতোই খরুচে বোলিং করেন ইয়াং সাইফুদ্দীন। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের মোট 193 রান করা সত্ত্বেও খারাপ বোলিং এই পাহাড়ের সমান রান তাড়া করতে শ্রীলঙ্কাকে কোনো ভাবেই প্রেশারের মুখে ফেলেনা। শ্রীলংকা 4 ওভার বাকি থাকতেই 193 রান তাড়া করে নেয় লঙ্কানরা। কুলাল মেন্ডিস ও তিসারা পেরেরার মতো খেলোয়াড়দের পারফরমেন্স লঙ্কানদের সে ই রান তাড়া করতে আরো সহজ করে দেয়। এটা সত্যিই শ্রীলঙ্কা জন্য সহজ ছিল। হাতুরিসিংহে শ্রীলঙ্কার জাতীয় দলে যোগদানের পর থেকেই তারা পিচে বিস্ময়কর করছেন। আবার খেলোয়াড়দের স্রোতধারা সন্তুষ্ট ছিল না আধ্যাত্মিক হক কিছুটা আগে পিচ ব্যাট থেকে হতে পারে। ব্যাটিং অর্ডারে আরেকটু পরিবর্তন আনলে হয়তো স্কোরবোর্ড প্রেশারটা শ্রীলঙ্কার আরেকটু বাড়ানো যেতো! সাব্বিরের পূর্বে আরিফুলের মতো হার্ড হিটারকে নামালে হয়তো রানটা আরেকটু বেশি যেত।তাছাড়া বোলিংয়ের দিক দিয়ে রুবেল অথবা, সাইফুদ্দিনের পরিবর্তে রাহিকে টিমে এড করলে বোলিং ডিপার্টম্যান্টে আরেকটু স্ট্রেন্থ বাড়তে পারতো!
সাবেক কোচ হাতুরিসিংহের কৌশলের সামনে আবারো ব্যর্থ বাংলাদেশ! বোলারদের খরুচে বোলিং পারফরম্যান্স বিশেষ করে রুবেল ও সাইফুদ্দিনের ওভারগুলোই বাংলাদেশকে পরাজয়ের মূখ দেখায়। রুবেল 4 ওভারে 54 রান দিয়ে ম্যাচের সবচেয়ে খরুচে বোলার হন!তার মতোই খরুচে বোলিং করেন ইয়াং সাইফুদ্দীন। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের মোট 193 রান করা সত্ত্বেও খারাপ বোলিং এই পাহাড়ের সমান রান তাড়া করতে শ্রীলঙ্কাকে কোনো ভাবেই প্রেশারের মুখে ফেলেনা। শ্রীলংকা 4 ওভার বাকি থাকতেই 193 রান তাড়া করে নেয় লঙ্কানরা। কুলাল মেন্ডিস ও তিসারা পেরেরার মতো খেলোয়াড়দের পারফরমেন্স লঙ্কানদের সে ই রান তাড়া করতে আরো সহজ করে দেয়। এটা সত্যিই শ্রীলঙ্কা জন্য সহজ ছিল। হাতুরিসিংহে শ্রীলঙ্কার জাতীয় দলে যোগদানের পর থেকেই তারা পিচে বিস্ময়কর করছেন। আবার খেলোয়াড়দের স্রোতধারা সন্তুষ্ট ছিল না আধ্যাত্মিক হক কিছুটা আগে পিচ ব্যাট থেকে হতে পারে। ব্যাটিং অর্ডারে আরেকটু পরিবর্তন আনলে হয়তো স্কোরবোর্ড প্রেশারটা শ্রীলঙ্কার আরেকটু বাড়ানো যেতো! সাব্বিরের পূর্বে আরিফুলের মতো হার্ড হিটারকে নামালে হয়তো রানটা আরেকটু বেশি যেত।তাছাড়া বোলিংয়ের দিক দিয়ে রুবেল অথবা, সাইফুদ্দিনের পরিবর্তে রাহিকে টিমে এড করলে বোলিং ডিপার্টম্যান্টে আরেকটু স্ট্রেন্থ বাড়তে পারতো!
No comments
Do not enter any spam link in the comment box