হায়দ্রাবাদের অধিনায়কত্ব ছাড়লেন ডেভিড ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক: বল টেম্পারিং কেলেঙ্কারিতে অস্ট্রেলিয়া দলের অধিনায়কত্ব হারিয়েছিলেন স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার। এরপর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল রাজস্তান রয়্যালসও পূর্বঘোষিত অধিনায়ক স্টিভ স্মিথকে প্রত্যাহার করে দেয়। এবার সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার অধিনায়কত্ব থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন।
মূলত ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তে ওয়ার্নার দোষী হওয়ায় নিজেই অধিনায়ক পদ ছেড়ে দিয়েছেন এই বাঁহাতি। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে একবার শিরোপা জিতেছেন এই অজি ক্রিকেটার। ২০১৬ সালের আইপিএলেশিরোপা জিতেছিল হায়দ্রাবাদ।
ক্রিকেট অস্ট্রেলিয়া ওয়ার্নারকে ১২ মাসের জন্য নিষিদ্ধ করতে পারে। সেজন্য এবারের আইপিএলে খেলা হবে না তার। তাই অধিনায়ক পদ ছাড়লেন এই অজি ক্রিকেটার।

No comments

Do not enter any spam link in the comment box

Powered by Blogger.