বিপিএলে খুলনা টাইটান্স এবার তরুনদের নিয়েই বেশি নির্ভরশীল!
বিপিএলে খুলনা টাইটান্স এবার তরুনদের নিয়েই বেশি নির্ভরশীল!!!
যেমন এই টিমে আছেন নাজমুল শান্ত, সাইফ হাসান, আবু জায়েদ রাহি,আফিফ হোসেন, ইমরান এনাম, ইয়াসির আলি সহ আরও কিছু আপকামিং ফিউচার স্টার।
তবে এর মধ্যে থেকে যাদের প্রতি টিমের বেশি এক্সপেকটেশন থাকবে তাদের অন্যতম হল নাজমুল হোসেন শান্ত।
লাস্ট ইয়ারে ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে অলদো টিমে রিজাল্ট করতে পারেনি তবে শান্ত টিকি নিজের ট্যালেন্টড শো করেছেন।
ব্যাটিং টেকনিক, জাজমেন্ট স্টাইল অসাধারণ! তবে সবচেয়ে বড়গুণ ম্যাচে যেকোনো পরিস্হিতি সিচুয়েশনে উইকেটে খুব ভালোভাবে মানিয়ে নিতে পারেন ব্যাট করতে পারেন এবং ইনিংস ক্যারি করতে পারেন।
লাস্ট ইংল্যান্ড কন্ডিশনেও তার প্রমাণ দিছেন লিডিং ফ্রম দ্যা ফ্রন্ট অধিনায়ক হিসাবে যেটা দরকার সেটাই করছেন যথাক্রমে ইংলিশ কন্ডিশনে শান্তর চারটা ইনিংস ছিল ১০৫,১৪৪*৮৪,৮৬ এক কথায় অসাধারণ কন্ট্রিবিউশন! এইচপির হয়ে আগের ট্যুরে অর্থাৎ অস্ট্রেলিয়ায় ও করেছিলেন একটি সেঞ্চুরি।
ডে বাই ডে ইম্প্রুভ করতেছে খুব তাড়াতাড়ি বাংলাদেশ টিমে রিপ্রেজেন্ট করবে সে।
যেমন এই টিমে আছেন নাজমুল শান্ত, সাইফ হাসান, আবু জায়েদ রাহি,আফিফ হোসেন, ইমরান এনাম, ইয়াসির আলি সহ আরও কিছু আপকামিং ফিউচার স্টার।
তবে এর মধ্যে থেকে যাদের প্রতি টিমের বেশি এক্সপেকটেশন থাকবে তাদের অন্যতম হল নাজমুল হোসেন শান্ত।
লাস্ট ইয়ারে ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে অলদো টিমে রিজাল্ট করতে পারেনি তবে শান্ত টিকি নিজের ট্যালেন্টড শো করেছেন।
ব্যাটিং টেকনিক, জাজমেন্ট স্টাইল অসাধারণ! তবে সবচেয়ে বড়গুণ ম্যাচে যেকোনো পরিস্হিতি সিচুয়েশনে উইকেটে খুব ভালোভাবে মানিয়ে নিতে পারেন ব্যাট করতে পারেন এবং ইনিংস ক্যারি করতে পারেন।
লাস্ট ইংল্যান্ড কন্ডিশনেও তার প্রমাণ দিছেন লিডিং ফ্রম দ্যা ফ্রন্ট অধিনায়ক হিসাবে যেটা দরকার সেটাই করছেন যথাক্রমে ইংলিশ কন্ডিশনে শান্তর চারটা ইনিংস ছিল ১০৫,১৪৪*৮৪,৮৬ এক কথায় অসাধারণ কন্ট্রিবিউশন! এইচপির হয়ে আগের ট্যুরে অর্থাৎ অস্ট্রেলিয়ায় ও করেছিলেন একটি সেঞ্চুরি।
ডে বাই ডে ইম্প্রুভ করতেছে খুব তাড়াতাড়ি বাংলাদেশ টিমে রিপ্রেজেন্ট করবে সে।
No comments
Do not enter any spam link in the comment box