সিরিজে ঘুরে দাঁড়ানো আর হলো না টাইগারদের!! বরং আফ্রিকার সিরিজ জয়!!
আফ্রিকা টুরের প্রথম থেকেই সময়টা ভালো কাটছে না বাংলাদেশের। টেস্ট সিরিজে বড় ব্যবধানে হারের পর বড় প্রত্যাশা নিয়ে ওয়ান্ডে সিরিজ শুরু করেছিল টাইগাররা!! প্েরথম ম্যাচে ভালো ব্যাটিংয়ের পর বোলিংয়ের ব্যর্থতায় হেরে যায় বাংলাদেশ। তবে আজ ছিলো একটু ভিন্ন!! টস জিতে বোলিং নেয়ার পর অনেকগুলো ভালো ওভার বল করে টাইগাররা!! সতেরতম ওভারে সাকিব দুই উইকেট এনে দেয়ায় ম্যরুচে ক্যাম-ব্যাক করে টাইগাররা। তবে আমলাকে থামানো যায়নি, অসাধারণ ব্যাটিংয়ের সাথে নিজের ফিফটি পূরন করেন। দুই উইকেট পড়ার পর নামে মি:থ্রি সিক্সটি!! #এবিডি!! চ্ল্লিশ বল না খেলতেই রনিজের ফিফটি পূরন করেন।সিঙ্গেল চার ছক্কা নিয়ে মাত্র #68 বলে সেঞ্চুরি পূরন করেন এবিডি, সেই মূহুর্তেই আউট হয় আমলা। তারপর দেখা যায় এবিডির থ্ংরি সিক্সিটি ইনিংস! ! 104 বলে 170 রানে আউট হন তিনি।
তারপর রুবেল শেষ ওভারে 2 উইকেট তুলে নেয়। সাউথ আফ্রিকা বাংলদেশকে 354 রানের টার্গেট দেয়!! ওপেনিংয়ে তামিম ও কায়েস ভালোই খেলছিলো! তবে আম্পায়ারের ভুল ডিসিসানে 44 রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ, লিটন ও বেশিক্ষন টিকতে পারে নাই, পরের উইকেটে ইমরুল- মুশফিকের জুটিতে 150 পাড় করে বাংলাদেশ, ইমরুল ও মুশফিক দুজনই 60 রানে আউট হয়, তারপর সাকিব 5 রানে আউট হয়, রিয়াদও তেমন কিছু করতে পারে নাই। শেষের দশ ওভারে রানে-রেটের প্রয়োজন ছিলো 15.+, কিন্তু বাংলাদেশের পক্ষে তা সম্ভব হয়নি!! অবশেষে 249 রানে অল-আউট হয় বাংলাদেশ! !
এবং আফ্রিকা 104 রানে ম্যাচ এবং সিরিজ জয়ী হয়!!
তারপর রুবেল শেষ ওভারে 2 উইকেট তুলে নেয়। সাউথ আফ্রিকা বাংলদেশকে 354 রানের টার্গেট দেয়!! ওপেনিংয়ে তামিম ও কায়েস ভালোই খেলছিলো! তবে আম্পায়ারের ভুল ডিসিসানে 44 রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ, লিটন ও বেশিক্ষন টিকতে পারে নাই, পরের উইকেটে ইমরুল- মুশফিকের জুটিতে 150 পাড় করে বাংলাদেশ, ইমরুল ও মুশফিক দুজনই 60 রানে আউট হয়, তারপর সাকিব 5 রানে আউট হয়, রিয়াদও তেমন কিছু করতে পারে নাই। শেষের দশ ওভারে রানে-রেটের প্রয়োজন ছিলো 15.+, কিন্তু বাংলাদেশের পক্ষে তা সম্ভব হয়নি!! অবশেষে 249 রানে অল-আউট হয় বাংলাদেশ! !
এবং আফ্রিকা 104 রানে ম্যাচ এবং সিরিজ জয়ী হয়!!
No comments
Do not enter any spam link in the comment box