বর্তমানে অবহেলার আরেক নাম এনামুল হক বিজয়



আমরা জানি বর্তমানে অবহেলার
আরেক নাম এনামুল হক বিজয়. সে ঘরোয়া লিগে ধারাবাহিক ভাবে পারফর্ম করছে এমনকি বর্তমান চলতি ওয়ালটন লিগের ৫ রাউন্ড শেষে সর্বোচ্চ রান সংগ্রাহক ও সে, এতকিছুর পর ও একটা সুযোগ পাচ্ছেনা।

অন্যদিকে সৌম্য সরকারের মত ইমরুল ও কিন্ত তেমন কোন পারফর্ম করতে পারছেনা।। হুম ইমরুল গত ম্যাচে  ৬৮ রান করেছে ৭৭ বল খেলে।।  সে রান করেছে ভাল কথা কিন্তু অমন একটা বাজে বলে আউট হয়ে যাওয়া নিশ্চয় কোন ভাল ব্যাটসম্যানের কাজের মধ্যে পড়ে না।

আমাদের দেশে ক্রিকেট বিশ্লেষকের অভাব নেই।
ওনাদের মতে এনামুল নিজের জন্য খেলে
তাই সে দলে সুযোগ পাওয়ার যোগ্য না।। 
আচ্ছা আমি মানলাম এনামুল নিজের জন্য খেলে।
ওনাদের কাছে আমার একটা প্রশ্ন

আচ্ছা সে নিজের জন্য খেলে যেই  রান গুলো করে সে গুলো কি দলের স্কোরে যোগ হয়না???? 

না সে যেই রান গুলো করে ঐ গুলো বাড়িতে নিয়ে এসে তরকারি রান্না করে??

 ভাই তাহলে এইবার দেখে নেন দেশের জন্য খেলা ইমরুল আর নিজের জন্য খেলা এনামুলের ওডিয়াই এবং টি টোয়েন্টি পরিসংখ্যান।

ইমরুল কায়েস

    ------ওয়ানডে (ODI)------
ম্যাচ- ৬৮
ইনিংস- ৬৮
রান- ১৯৩১
সর্বোচ্চ- ১১২
গড়- ২৮.৮২
স্ট্রাইক রেইট- ৬৭.৫৬
চার- ১৯৪
ছয়- ২৮
ডাক (o)- ১
৫০- ১৩
১০০- ২
       ----- টি টোয়েন্টি (T 20)----

ম্যাচ- ১২
ইনিংস- ১১
রান- ১০৩
সর্বোচ্চ- ৩৬
গড় - ৯.৩৬
স্ট্রাইক রেইট- ৮৬.৫৫
চার- ১২
ছয়- ৩
ডাক (o)- ৪
৫০- ০
১০০- ০
                 এনামুল হক বিজয়

           ----ওয়ানডে (ODI)-----
ম্যাচ-৩০
ইনিংস- ২৭
রান-৯৫০
সর্বোচ্চ-১২০
গড়-৩৫.১৯
স্ট্রাইক রেইট-৭০.১
চার- ৯১
ছয়-১৬
ডাক (o)- ৪
৫০- ৩
১০০- ৩

            ----টি টোয়েন্টি (T 20 )----
ম্যাচ- ১৩
ইনিংস- ১৩
রান- ৩৫৫
সর্বোচ্চ- ৫৮
গড়-৩২.২৭
স্ট্রাইক রেইট- ১১৭.২
চার- ৩৮
ছয়- ১২
ডাক (o)- ১
৫০- ১
১০০- ০

 দেখেন ভাল করে দেখেন।।
আশা করি ব্যাপারটা সবাই বুজতে পেরেছেন।
আর সবচেয়ে বড় কথা কেউ দেশের হয়ে নিজের জন্য খেলেনা।
 এনামুলরা  অবশ্যই একটা সুযোগ পাওয়ার যোগ্য।
আর আমাদের ম্যানেজমেন্ট হয়তো ভুলে গেছেন জাতীয় দল পারফর্ম করার জায়গা, ফর্মে ফিরার জায়গানা।

যাই হোক যেই খেলুক সবসময় চাইবো
 সে যেন ভাল খেলে।।

 তাদের কাছ থেকে ভাল কিছুর অপেক্ষায়


No comments

Do not enter any spam link in the comment box

Powered by Blogger.