Shamsur Rahman Back In Rangpur Riders

রংপুরের ভরসার আরেক নাম ছিলেন Shamsur Rahman ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার শামসুর বিপিএলের পঞ্চম আসরে অবিক্রীত ছিলেন!

জাতীয় লিগে দুর্দান্ত খেলছিলেন শামসুর রহমান। অবশেষে রংপুর রাইডার্স নিশ্চিত করেছে তাকে। মাশরাফির দলে তিনি খেলবেন গেইল, মালিঙ্গাদের সাথে এক হয়ে জয়ের লড়াইয়ের ভিত্তি গড়বেন।

দল নিশ্চিতের পর শামসুর জানান, ‘আলহামদুলিল্লাহ। আরেকবার নিজেকে প্রমাণের সুযোগ পাচ্ছি। একাদশে সুযোগ পেলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা থাকবে। রংপুর রাইডার্সকে সুখী একটি দল করতে চেষ্টা করবো।’

শামসুর রহমান লিগের চতুর্থ রাউন্ডে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেন। টি-২০ স্টাইলে ব্যাট করে হাঁকান সেঞ্চুরি। লিগের ওই ৬৭ বলে ৮টি চার এবং ৫টি ছক্কায় ১০২ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি, মূলত এই ইনিংসটাই বিপিএলে দল পাওয়ার টার্নিং পয়েন্ট।

২০১৫-১৬ ঘরোয়া ক্রিকেটে সর্ব্বোচ্চ রান সংগ্রাহক শামসুর রাহমান। ২০১৫/১৬ পঞ্জিকাবর্ষে ১৬৪৪ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হন ওপেনার শামসুর। যেখানে ডিপিএলে তিনি করেছেন ৫৮৮ রান। ৫৭৮ রান এসেছে জাতীয় ক্রিকেট লিগ থেকে। আর বাংলাদেশ ক্রিকেট লিগে তিনি করেন ৫০৮ রান। এ সময় সর্বোচ্চ পাঁচটি সেঞ্চুরিও আসে শুভর ব্যাট থেকে। নিজের সেরাটা দিয়ে চেষ্টা করে যাচ্ছেন আবারও জাতীয় দলে ফিরতে।

শামসুর রহমান শুভ ২০১৩ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন এবং টুনামেন্টে ভালো খেলার সুবাদে সেরা উদীয়মান ক্রিকেটারের পুরষ্কার জিতেন, সেই সাথে ন্যাশনাল টিমে ডাক পান এই মারমুখী তারকা ব্যাটসম্যান,
রংপুর রাইডার্সের হয়ে ১২ ম্যাচে ৪২.১ গড়ে ৪২১ রান এবং ৬টি অর্ধশতক করেছিলেন।

No comments

Do not enter any spam link in the comment box

Powered by Blogger.