HM Kawsar: টি-টোয়েন্টি দল নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড অপারেন্সের চেয়ারম্যান আকরাম খান।

তিনি বলেন বিপিএলে যারা ভালো করেছেন, তাদের মধ্য থেকে দু-একজন দলে যুক্ত হতে পারেন। সেক্ষেত্রে বল হাতে আলো ছড়ানো আবু জায়েদ রাহী এবং ব্যাটিংয়ে তান্ডব দেখানো আরিফুল হককে ডাকার সম্ভাবনাই বেশি।

বিপিএলের এবারের আসর বেশ মাতিয়ে রেখেছিলেন আবু জায়েদ রাহী এবং আরিফুল হক। পুরো টুর্নামেন্টে রাহী ১২ ম্যাচ খেলে নিয়েছিলেন ১৮টি উইকেট। অন্যদিকে, আরিফুল হক ৬-৭ পজিশনে নেমে বেশ দারুণ ফিনিশিংয়ের দায়িত্ব পালন করেছিলেন। ১২ ম্যাচে ২৯.৬২ গড়ে তিনি করেছিলেন ২৩৭ রান। কাজেই, টি-টুয়েন্টিতে টাইগারদের ফিনিশিংয়ের দায়িত্বটা সাব্বিরের সঙ্গে আরিফুলকেও দেয়া হতে পারে।

No comments

Do not enter any spam link in the comment box

Powered by Blogger.