দ্রুততম ২০০০ রানের ক্লাবে মোমিমুল হক!
অর্নব সামির : চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ! ওপেনিংয়ে তামিম ৫২ ও কায়েস ৪০ রান করে ক্রিজে ফিরার পর দলের এক প্রান্ত থেকে সাপোর্ট দিয়ে যান মোমিনুল!
মাত্র ৪৮ বল খেলেই তিনি ফিফটি করেন!মোমিনুলের সঙ্গী হিসেবে অন্য প্রান্তে ছিলেন মুশফিকুর রহিম! ২৩৬ রানের পার্টনারশিপ গড়েন এই দুই ব্যাটসম্যান! ৫০ ওভারের পূর্বেই সেঞ্চুরি করেন মোমিনুল! সার্ধশতক করার পর তার কনফিডেন্স আরো বেড়ে যায় ফলে আরো দ্রুত রান করার চেস্টা করেন!
মুশফিক ৯১ রানে ক্রিজে ফিরে যাওয়ার পর ব্যাটিংয়ে নামেন মাহমুদুল্লাহ রিয়াদ! রিয়াদের নিয়মিত স্ট্রাইক রোটেট মোমিমুলকে স্ট্রাইকে এনে দেয় ফলে তিনি দ্রুত রান করতে সক্ষম হন এবং দ্রুততম বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে ২০০০ রান করার গৌরব অর্জন করেন। মোমিনুল ওআর এই নতুন রেকর্ড গড়েন মাত্র ৪৭ ম্যাচে। আজকে ২০০০ রান করার জন্য তার প্রয়োজন ছিলো ১৬০ রান , যা তিনি করতে সক্ষম হয়েছিলেন।
দিন শেষে মোমিনুলের ২০৩ বলে ১৭৫* রানের ইনিংসের উপর ভর করে বাংলাদেশ ৩৭৪ রান সংগ্রহ করে ৪ উইকেট হারিয়ে।
মাত্র ৪৮ বল খেলেই তিনি ফিফটি করেন!মোমিনুলের সঙ্গী হিসেবে অন্য প্রান্তে ছিলেন মুশফিকুর রহিম! ২৩৬ রানের পার্টনারশিপ গড়েন এই দুই ব্যাটসম্যান! ৫০ ওভারের পূর্বেই সেঞ্চুরি করেন মোমিনুল! সার্ধশতক করার পর তার কনফিডেন্স আরো বেড়ে যায় ফলে আরো দ্রুত রান করার চেস্টা করেন!
মুশফিক ৯১ রানে ক্রিজে ফিরে যাওয়ার পর ব্যাটিংয়ে নামেন মাহমুদুল্লাহ রিয়াদ! রিয়াদের নিয়মিত স্ট্রাইক রোটেট মোমিমুলকে স্ট্রাইকে এনে দেয় ফলে তিনি দ্রুত রান করতে সক্ষম হন এবং দ্রুততম বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে ২০০০ রান করার গৌরব অর্জন করেন। মোমিনুল ওআর এই নতুন রেকর্ড গড়েন মাত্র ৪৭ ম্যাচে। আজকে ২০০০ রান করার জন্য তার প্রয়োজন ছিলো ১৬০ রান , যা তিনি করতে সক্ষম হয়েছিলেন।
দিন শেষে মোমিনুলের ২০৩ বলে ১৭৫* রানের ইনিংসের উপর ভর করে বাংলাদেশ ৩৭৪ রান সংগ্রহ করে ৪ উইকেট হারিয়ে।
No comments
Do not enter any spam link in the comment box