জাতীয় দলে সুযোগ পাওয়ার আগে নাজমুল ইসলাম শান্তকে আরেকটু পাকাপোক্ত হতে হবে।
বর্তমানে ওয়ানডে ফরম্যাটে টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা ৩ নাম্বার পজিশনে খেলা প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, ” জাতীয় দলে সুযোগ পাওয়ার আগে নাজমুল ইসলাম শান্তকে আরেকটু পাকাপোক্ত হতে হবে।
আর ৩ নাম্বার পজিশন একটা খুবই গুরুত্তপূর্ণ পজিশন। আর সেখানে শান্তর মত প্লেয়ারই দরকার। তিনি সচরাচর ৩ নাম্বার পজিশনেই ব্যাটিং করে থাকেন । তাই তরুনদের মধ্যে নাজমুল হাসান শান্তই হতে পারে বাংলাদেশ জাতীয় দলের ৩ নাম্বার পজিশনের নির্ভর যোগ্য ব্যাটসম্যান।
উল্লেখ্য :নাজমুল হোসেন শান্ত সদ্য শেষ হওয়া ডিপিএলে হায়েস্ট রান গেটার হন, চারটি সেঞ্চুরি ও দুইটি হাফ সেঞ্চুরিতে তার মোট রান ৭৪৯। তার স্ট্রাইক রেট প্রায় ১০০ এর কাছাকাছি।
আর ৩ নাম্বার পজিশন একটা খুবই গুরুত্তপূর্ণ পজিশন। আর সেখানে শান্তর মত প্লেয়ারই দরকার। তিনি সচরাচর ৩ নাম্বার পজিশনেই ব্যাটিং করে থাকেন । তাই তরুনদের মধ্যে নাজমুল হাসান শান্তই হতে পারে বাংলাদেশ জাতীয় দলের ৩ নাম্বার পজিশনের নির্ভর যোগ্য ব্যাটসম্যান।
উল্লেখ্য :নাজমুল হোসেন শান্ত সদ্য শেষ হওয়া ডিপিএলে হায়েস্ট রান গেটার হন, চারটি সেঞ্চুরি ও দুইটি হাফ সেঞ্চুরিতে তার মোট রান ৭৪৯। তার স্ট্রাইক রেট প্রায় ১০০ এর কাছাকাছি।
No comments
Do not enter any spam link in the comment box