মেট্রোরেল আসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ক্রিকেটার রুবেল হোসেন।
বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন নিজের ভেরিফাইড ফেসবোক পেজে মেট্রোরেলের ফট আপলোড দিয়ে লিখেন
“প্রিয় মিরপুরবাসী, স্বপ্নের মেট্রোরেল চলে এসেছে।🙂
ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে।”
আজ ১৭ ফেব্রুয়ারি সোমবার দেশে এসেছে মেট্রোরেলের প্রথম কোচ। উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেলের ডিপোতে কনটেইনার থেকে বের করা হয়েছে কোচটির মোড়ক। জানা গেছে এটি মেট্রোরেলের কোচ হলেও এটি মূলত নমুনা কোচ। মেট্রোরেলে চড়তেও শেখানো হবে এই কোচটির মাধ্যমে। এই কোচ যুক্ত হবে না মূল পরিবহন বহরে।
“প্রিয় মিরপুরবাসী, স্বপ্নের মেট্রোরেল চলে এসেছে।🙂
ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে।”
আজ ১৭ ফেব্রুয়ারি সোমবার দেশে এসেছে মেট্রোরেলের প্রথম কোচ। উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেলের ডিপোতে কনটেইনার থেকে বের করা হয়েছে কোচটির মোড়ক। জানা গেছে এটি মেট্রোরেলের কোচ হলেও এটি মূলত নমুনা কোচ। মেট্রোরেলে চড়তেও শেখানো হবে এই কোচটির মাধ্যমে। এই কোচ যুক্ত হবে না মূল পরিবহন বহরে।
No comments
Do not enter any spam link in the comment box