ব্যাট বলে জ্বলে উঠলেন অফ স্পিনার নাছুম আহমেদ!
বিপিএল বা ঘরোয়া যেকোনো টুর্নামেন্টে বোলার হিসাবে পরিচিত সিলেটের ছেলে নাছুম আহমেদ এবার ব্যাট হাতেও জ্বলে উঠলেন।
করলেন অলরাউন্ডারিং পারফরমেন্স।
আজ বিসিএলে সাউথ জুনের পক্ষে২৪৬ বলে ৮৫ রানের একটি ইনিংস খেলেন নাছুম আহমেদ।
তাছাড়া সেন্ট্রাল জুনের বিপক্ষে ১ম ইনিংসে ১৪ ওভার বল করে উইকেট নেন ২ টি ও ২য় ইনিংসে ২৫ ওভার বল করে ৪ উইকেট নেন।
উক্ত ম্যাচে তিনি মোট ছয়টি উইকেট শিকার করেন।
করলেন অলরাউন্ডারিং পারফরমেন্স।
আজ বিসিএলে সাউথ জুনের পক্ষে২৪৬ বলে ৮৫ রানের একটি ইনিংস খেলেন নাছুম আহমেদ।
তাছাড়া সেন্ট্রাল জুনের বিপক্ষে ১ম ইনিংসে ১৪ ওভার বল করে উইকেট নেন ২ টি ও ২য় ইনিংসে ২৫ ওভার বল করে ৪ উইকেট নেন।
উক্ত ম্যাচে তিনি মোট ছয়টি উইকেট শিকার করেন।
No comments
Do not enter any spam link in the comment box